admin
প্রকাশ: ২০১৭-১১-০৬ ১৫:১৫:১৬ || আপডেট: ২০১৭-১১-০৬ ১৫:১৫:১৬
বেলাল আহমদ,বিশেষ প্রতিনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৭ই মার্চের ভাষন ইউনেস্কো জরিপে বিশ্ব ঐতিহ্যে স্থান পাওয়ায় ৬ অক্টোবর সোমবার বেলা ১২ টায় লামা মাতামুহুরী কলেজ ছাত্রলীগ কর্তৃক আয়োজিত আনন্দ মিছিল করেন কলেজ ছাত্রলীগ নেতা কর্মিরা।
৭ই মার্চে যে ভাষন বংঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধিনতার ডাক দিয়েছিল, সেই ভাষন ‘ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য, হিসেবে ইউনেস্কোর মেমোরি অফ দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার যুক্ত হয়েছে বলে জানিয়েছে সরকার।
ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা গত সোমবার প্যারিসে এই জাতিসংঘ সংস্তার কার্য্যালয়ে এই সিদ্ধান্তের কথা জানান। ৪৬ বছর আগে ঢাকার সোহারাওয়ার্দী উদ্যানে ( তৎকালিন রেসকোর্স ময়দান) স্বাধিনতাকামী ৭ কোটি মানুষকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহব্বান জানিয়ে বংঙ্গবন্ধু বলেছিলেন, এবারের সংগ্রাম – মুক্তি যুদ্ধের সংগ্রাম, এবারের সংগ্রাম -স্বাধিনতার সংগ্রাম। তার ওই ভাষণের ১৮ দিন পর পাকিস্তানি হানাদার বাহিনী নিধনে নামলে বঙ্গবন্ধুর ডাকে শুরু হয় প্রতিরোধ যুদ্ধ।
দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সশস্ত্র যুদ্ধের পর আসে স্বাধিনতা। ৭ই মার্চের ভাষন বাংঙ্গালী জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা।একটি ভাষন,একটি ঘুমন্ত জাতির জাগরনের মূলতন্ত্র।একটি ভাষন স্বাধিনতার মহাকাব্য।বাংঙ্গালী জাতির অবিসংবাদিত।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ১৯৭১ সালের ৭ই মার্চের কালজয়ী ভাষন।