চট্টগ্রাম, , শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

admin

লোহাগাড়ায় নেতা-কর্মীদের ভালবাসায় সিক্ত হলেন  দক্ষিণ জেলার তিন ছাত্রলীগ নেতা

প্রকাশ: ২০১৭-১১-০৬ ১৫:৪৪:০০ || আপডেট: ২০১৭-১১-০৬ ১৫:৪৪:০০

এ,কে আজাদ :

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের নব ঘোষিত কমিটিতে মনোনীত লোহাগাড়ার কৃতি সন্তান সহ-সভাপতি রিহান পারভেজ চৌধুরী, সহ-সভাপতি আবদুল্লাহ আল-মামুন ও যুগ্ম সাধারণ সম্পাদক মো: মিজবাহ উদ্দিন সিকদার সুমনের লোহাগাড়ায় প্রথম আগমনে এক বিশাল মোটরসাইকেল শুভযাত্রা নিয়ে শোডাউন করেছে লোহাগাড়া উপজেলার সর্বস্তরের ছাত্রলীগ নেতা-কর্মীরা। এ সময় নব নির্বাচিত নেতৃবৃন্দরা লোহাগাড়ার সর্বস্তরের হাজার হাজার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত হন। গত ৪ নভেম্বর শনিবার বিকেল সাড়ে ৩টায় নব নির্বাচিত চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দরা লোহাগাড়া উপজেলার উত্তর সীমানার পদুয়া ঠাকুর দিঘীর পাড় এলাকায় পৌঁছলে সহস্রাধিক ছাত্রলীগ নেতা-কর্মী ৫ শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে তাদেরকে অভ্যর্থনা জানায়। 

 

পরে নেতৃবৃন্দকে একে একে গলায় ফুলের মালা পরিয়ে দিয়ে, ফুলের তোড়া দিয়ে ও ফুলের পাপড়ি ছিটিয়ে অভিনন্দন জানান। বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের নব নির্বাচিত নেতৃবৃন্দরা ৫ শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে উপজেলা সদর বটতলী মোটর স্টেশনে অনুষ্ঠিত লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের জনসভায় যোগ দেন। সেখানে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরুর নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগের সর্বস্তরের নেতা কর্মীরা তাদেরকে গলায় ফুলের মালা পরিয়ে দিয়ে সাদরে বরণ করে নেন এবং অভিনন্দন জানান।

 

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলা পিপি এডভোকেট একেএম সিরাজুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল হাকিম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মোহাম্মদ এমরান, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শাহনেওয়াজ হায়দার শাহীন, উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়–য়া, উপ-প্রচার সম্পাদক মাওলানা নুরুল আবছার চৌধুরী,  এরশাদুল হক ভেট্টু, আনিস উল্লাহ্, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা মো: নুরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমাণ্ডার আবদুল হামিদ বেঙ্গল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাশেম মিয়া, ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক নাজমূল হাসান মিন্টু, মুজিবুর রহমান, এড. মো: মিয়া ফারুক, দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, উপ-দপ্তর সম্পাদক এম এস মামুন, উপ-প্রচার সম্পাদক আশিষ নাথ, দক্ষিণ জেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মো: শাহজাহান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফরিদ উদ্দিন,  উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নুরুল কবির সলিল, দক্ষিণ জেলা যুবলীগ নেতা দীল মোহাম্মদ, কলিম উদ্দিন, যুবলীগ নেতা নুরুন্নবী চৌধুরী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রিদওয়ানুল হক সুজন, যুগ্ম আহবায়ক মো: তাজ উদ্দিন, যুগ্ম আহবায়ক তৌহিদুল হাসান, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক একেএম পারভেজ, যুগ্ম আহবায়ক মোরশেদুল আলম নিবিল, উপজেলা ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, মোক্তার হোসেন মানিক, রবিউল ইসলাম রুবেল, আবদুল্ললাহ্ আল সাদ্দাম, ইফতেকার উদ্দিন তুষার, রমিজ সরকার, আরফাত হোসেন, রানা বড়–য়া, জিহান, আক্তার হোসেন, হাবিব, সোহেল তালুকদার, আনোয়ার জিহান, খালেদ খান, সাঈদুল করিম, সাদ্দাম হোসেন, তৌসিফ ও মিনহাজ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *