admin
প্রকাশ: ২০১৭-১১-০৬ ২১:০৩:০৬ || আপডেট: ২০১৭-১১-০৬ ২১:০৩:০৬
স্টাফ রিপোর্টার :
ট্যাক্স ইস্যু নিয়ে নগর বাইশ মহল্লা সর্দার কমিটি নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভায় সিটি মেয়র বলেছেন, আপিল আবেদনের নির্ধারিত সময় আরো এক মাস বাড়ানোর ব্যাপারে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। এর মধ্যে পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী সম্মানিত হোল্ডারদের সর্বোচ্চ ছাড় (গড়ে প্রায় ৭১ শতাংশ) দিয়ে ট্যাক্স চুড়ান্ত ধার্য করা হচ্ছে। আজ পর্যন্ত আপিল নিষ্পত্তিতে খুশি হননি বা অসন্তোষ প্রকাশ করেছেনে এমন একজন হোল্ডাররাও খুঁজে পাওয়া যায়নি। তবুও যারা ট্যাক্স ইস্যু নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার অপপ্রয়াস চালাচ্ছে তাদের অভিপ্রায় সকলের কাছে পরিস্কার।
মত বিনিময়ে তিনি আরো বলেন, আপিলের জন্য আবেদনকৃত সময় নির্ধারিত হলে আগামী ডিসেম্বর পর্যন্ত হোল্ডারগণ সময় পাবেন। এর মধ্যে হোল্ডারদের কোন অভিযোগ আপত্তি থাকলে উনারা আপিল করবেন। আর যারা আপিল আবেদন করবেন না বা ট্যাক্স প্রদান থেকে বিরত থাকবেন তাদের বিরুদ্ধে সরকারি ট্যাক্স আইনের ধারায় ক্রোকি পরোয়ানার সিদ্ধান্তও গ্রহণ করা হতে পারে। সিটি কর্পোরেশনের সেবা সক্ষমতা বাড়াতে হলে জনগণকে অবশ্যই কার্যকরী ভূমিকা রাখতে হবে।সহযোগিতা করতে হবে। আমরা গরীব,অসহায়,যাদের সন্তানরা লেখাপড়া করছে তাদের ব্যাপারে ছাড় দেয়া ছাড়াও ক্ষেত্রবিশেষে শতভাগ মওকুপ পর্যন্ত করা হচ্ছে।
সভায় প্রতিটি সার্কেল ভিত্তিক রিভিউ বোর্ডে একজন করে মোট ৮ জন বাইশ মহল্লা প্রতিনিধি অন্তর্ভুক্তকরণের বিষয়টি আলোচিত হয়।
মত বিনিময়ে নগর বাইশ মহল্লা সর্দার নেতৃবৃন্দ সিটি কর্পোরেশনকে নিরবচ্ছিন্ন সহায়তা প্রদানের ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। নেতৃবৃন্দ মেয়রের কাছে ট্যাক্স চুড়ান্ত ধার্যকরণের ব্যাপারে ‘যত ছাড় দেয়া সম্ভব তত ধার্য ‘করার ব্যাপারে দাবী উত্থাপন করেন।
সভায় নেতৃবৃন্দ বলেন, নগরের কমপক্ষে ৫০ শতাংশ হোল্ডার ট্যাক্স প্রদান করেন না। কখনো ট্যাক্স দিয়েছে কিনা তারা বলতে পারবে না। তবে নেতৃবৃন্দ ট্যাক্স এসেসমেন্ট ভ্যালূয়েশন নিয়ে অভিযোগ উত্থাপন করেছেন।
মতবিনিময় সভায় নগর বাইশমহল্লা সর্দার কমিটির সভাপতি মো. ইউসুফ, সাধারন সম্পাদক মাকসুদ আহমদ সর্দার, সহ সভাপতি আবু মোহাম্মদ মুছা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হাজী আলী বক্স,মো. তারেক, সহ সাধারন সম্পাদক সলাহ উদ্দিন ইবনে আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. নুরুল হক, সমাজ কল্যান সম্পাদক হাজী শওকত আলী, অর্থ সম্পাদক মো. সাহাব উদ্দিন,জাতীয় শ্রমিক লীগ যুগ্ম সম্পাদক আলহাজ্ব শফর আলী,জামালখান ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোরশেদ আলম সহ নগর বাইশ মহল্লার সর্দার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।