চট্টগ্রাম, , বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫

admin

চেয়ারপারসনকে জিয়াউর রহমানের সমাধিতে যেতে না দেয়া সরকারের স্বৈরাচারী মনোভাবেরই বহিঃপ্রকাশ

প্রকাশ: ২০১৭-১১-০৭ ১৩:১৯:৩৬ || আপডেট: ২০১৭-১১-০৭ ১৩:১৯:৩৬

বীর কন্ঠ ডেস্ক:

৭ নভেম্বর উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শ্রদ্ধা নিবেদনে সুযোগ না দেয়া দুঃখজনক বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনকে জিয়াউর রহমানের সমাধিতে যেতে না দেয়া সরকারের স্বৈরাচারী মনোভাবেরই বহিঃপ্রকাশ। এটি দুঃখজনক।

 

মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি’ দিবস উপলক্ষে মঙ্গলবার শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে যাওয়ার কথা ছিল খালেদা জিয়ার।

কিন্তু কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) সম্মেলনের কারণে জিয়ার মাজারে অনুমতি পাননি তিনি।

ফলে সোমবার রাতে জিয়াউর রহমানের সমাধিতে না যাওয়ার সিদ্ধান্ত নেন বিএনপি চেয়ারপারসন। তবে সিপিএ সম্মেলন শেষে মাজারে তিনি শ্রদ্ধা জানাবেন বলে জানা গেছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *