admin
প্রকাশ: ২০১৭-১১-০৮ ১৭:৫৩:৩৯ || আপডেট: ২০১৭-১১-০৮ ১৭:৫৩:৩৯
আলাউদ্দিন ,স্টাফ রিপোর্টার :
লোহাগাড়া সদরের কাজীর পুকুর পাড় সংলগ্ন শুক্কুর কলোনীতে ভয়াবহ অগ্নীকান্ড।
৮ নভেম্বর বিকাল ৪টায় এ ঘটনা ঘটে । এতে ক্ষয়ক্ষতি পরিমান ২ লাখ টাকার বেশী বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা । ক্ষতিগ্রস্তরা হলেন , কলোনী সংলগ্ন মা সিএনজি আটো পার্টাসের মালিক আবদুর রহিম , কলোনীতে থাকা শাহজানের প্লাস্টিকের গোডাউন ।
প্রতিক্ষর্দশী এনাম জানান বিকাল ৪টার দিকে কলোনীর রান্না ঘরের চুলা থেকে আগুনের সুত্রপাত হয়, মূর্হুতে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে ।
খবর পেয়ে স্থানীদের তত্পরতায় আগুন নিয়ন্ত্রনে আসে । পরে খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে আগুন পুরোপুরী নিয়ন্ত্রনে আনে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টাফ অফিসার মোঃ ইদ্রীস জানিয়েছেন যেহেত প্লাস্টিকের গোডাউন সেহেতু ক্ষয়ক্ষতির পরিমান কম । সব মিলে ৫০হাজার টাকা ক্ষয়ক্ষতি হবে বলে ধরানা করেন তিনি ।
তবে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন আগুনের ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২ লাখ টাকা।