admin
প্রকাশ: ২০১৭-১১-০৮ ১৫:৫০:০৪ || আপডেট: ২০১৭-১১-০৮ ১৫:৫০:০৪
স্টাফ, রিপোর্টার :
আয়কর বিভাগ চট্টগ্রাম আয়োজিত আয়কর মেলায় সেরা ৮ জন কর বাহাদুর ও ৪০ জন করদাতাকে সম্মাননা প্রদান করেছে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। অনুষ্ঠানে চট্টগ্রাম,কক্সবাজার,খাগড়াছড়ি,বান্দরবান,রাঙামাটি অঞ্চলের করদাতাদেরকে সম্মানিত করা হয়েছে।
আজ সকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উন্নত বিশ্বের উন্নয়নের নেপথ্যে সেদেশের আপামর জনসাধারণের নাগরিক দায়িত্ববোধ অন্যতম সহায়ক শক্তি। সেসব দেশের জনসাধারণ রাষ্ট্রকে কর প্রদান করছেন বলেই সরকার উন্নত নাগরিক সেবাসহ দেশ উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে সক্ষম হচ্ছে।
আমাদের দেশেও কর প্রদানে জনসাধারণের উত্তরোত্তর সচেতনতা বৃদ্ধি পাচ্ছে বলে সরকার নানামুখী উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নে সক্ষমতা অর্জন করছে। জনগণের কর সহায়তার উপর ভিত্তি করেই প্রতি অর্থ বছরে আমাদের বাজেট উন্নত বিশ্বের সমপর্যায়ে উন্নীতকরণ সম্ভব হচ্ছে। কর প্রদানে জনগণের দায়িত্ববোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করদাতাদের সম্মানিত করার উদ্যোগ নিয়েছেন। আজকের এই আয়োজনও সরকারের ধারাবাহিক পদযাত্রার অংশ বিশেষ।
চট্টগ্রাম কর অঞ্চল-২ কর কমিশনার মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চট্টগ্রাম জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনার সৈয়দ গোলাম কিবরিয়া, চট্টগ্রাম পুলিশ সুপার নূরে আলম মিনা,উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি মনোয়ারা হাকিম আলী,চট্টগ্রাম কর আইনজীবী সমিতি সভাপতি মাহফুজুল হক মিনা প্রমুখ।