চট্টগ্রাম, , শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

admin

বাঁশখালীতে সংঘর্ষ গুলিবিদ্ধ ৫

প্রকাশ: ২০১৭-১১-০৯ ২১:৫৬:৪১ || আপডেট: ২০১৭-১১-০৯ ২১:৫৬:৪১

বীর কন্ঠ ডেস্ক: 

চট্টগ্রামের বাঁশখালীর সরল ইউনিয়নে আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এবং মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ কবির লিটনের অনুসারীদের মধ্যে এই সংঘাতের ঘটনা ঘটেছে।এদিকে দুই পক্ষের মধ্যে গুলিবিনিময়ে কমপক্ষে ৫ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমান সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী ও আগামী সংসদ নির্বাচনে বাঁশখালী থেকে মনোনয়নপ্রত্যাশী আবদুল্লাহ কবির লিটনের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আজ বিকেল চারটার দিকে স্থানীয়ভাবে আয়োজিত পৌরসভার সামনে প্রয়াত আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর স্মরণসভার আয়োজন করেছিলেন আবদুল্লাহ কবির লিটন। এ সভায় আবদুল্লাহ কবির লিটনকে যেতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। পরে এর জের ধরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ও সংঘর্ষের ঘটনা শুরু হয়। এ সময় গোলাগুলিতে অন্তত পাঁচজন আহত হন।

 

আরো জানা গেছে আবদুল্লাহ কবির লিটনকে ঠেকাতে বাঁশখালীর প্রধান সড়কের অলি মিয়ার দোকান এলাকায় সড়ক অবরোধ করেন এমপির অনুসারীরা। লিটন তার অনুসারীদের নিয়ে দেলা মিয়ার দোকান এলাকায় এসে আটকে পড়েন। এসময় উভয়দিক থেকে গুলিবিনিময় শুরু হয়। সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের প্রায় তিন শতাধিক অনুসারী দা, কিরিচসহ দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র নিয়ে সড়কে অবস্থান নিয়েছে। অন্যদিকে লিটনের অনুসারীরাও সড়কে আছেন। দুই পক্ষের মাঝখানে পুলিশ অবস্থান নিয়ে উত্তেজনা থামানোর চেষ্টা করছে।

 

এই দিকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রেশমি বিশ্বাস বলেন, মোট পাঁচজন গুলিবিদ্ধ হয়ে এসেছেন। এদের মধ্যে স্থানীয় ইউনিয়ন পরিষদের একজন সদস্য রয়েছেন। তাঁর নাম মো. জামাল। তিনি গুরুতর আহত হয়েছেন। চিকিৎসক রেশমি বিশ্বাস জানান, জামালের বুকে ও পিঠে গুলি লেগেছে।

 

বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ মোল্লা বলেন,পৌরসভার সামনে প্রয়াত আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর স্মরণসভার আয়োজন করেছিলেন আবদুল্লাহ কবির লিটন। তিনি নেতাকর্মীদের নিয়ে যাওয়ার পথে এমপির অনুসারীরা সড়ক অবরোধ করে আটকে দেয়। এসময় দুই পক্ষে মধ্যে গুলিবিনিময় হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ওই এলাকায় পুলিশ অবস্থান করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *