admin
প্রকাশ: ২০১৭-১১-১০ ২০:৫০:০২ || আপডেট: ২০১৭-১১-১০ ২০:৫০:০২
নাজিম উদ্দীন রানা:
অাজিজনগর অারকান সড়কে বাসচাপায় একব্যক্তি মারাত্বক অাহত হয়েছে।
অাজ রাত ৮ টায় গজালিয়া সড়ক হতে চট্রগ্রাম কক্সবাজার হাইওয়েতে উঠতেই কক্সবাজার হতে চট্টগ্রাম অভিমুখি দুরপাল্লার বাস শ্যামল পরিবহনের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলে তারর বাম পায়ের উপর দিয়ে বাসের চাকা চলে যাওয়ায় পায়ের নলা দুভাগ হয়ে যায়।
মারাত্বক অাহত ও অাশংকাজনক অবস্হায় স্হানীয় লোকজন লোকটিকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য লোহাগাড়া পাঠিয়ে দেয়।লোকটির বয়স অনুমানিক ৪৫.তার কোন পরিচয় মেলেনী।ধারনা করা হচ্ছে সে ড্রাইভার এবং মদ্যপান অবস্হায় ছিল।
অাজিজনহর পুলিশ ক্যাম্পের অাই,সি জনাব স্বপন কুমার সাহা ঘঠনাস্হল পরিদর্শন করেছেন।ঘাতক বাসটিকে চুনতি পুলিশ ফাড়ি অাটক করেছে বলে প্রত্যক্ষদর্শিরা জানান।