admin
প্রকাশ: ২০১৭-১১-১১ ২৩:১০:২৭ || আপডেট: ২০১৭-১১-১১ ২৩:১০:২৭
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নে সিংহরা গ্রামে আগুনে পুড়ে গেছে ১১টি বসত ঘর। আজ শনিবার দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আগুনে ১১ জন মালিকের ১১টি বসতঘর পুড়ে ৫ থেকে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা ৬টা ৫মিনিটে আনোয়ারা সিংহরা সরকার বাড়ীতে রান্নার চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত হলে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পটিয়া উপজেলা ষ্টেশন ও আনোয়ারা ষ্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তিনঘন্টা চেষ্টার পর রাত ৮টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
আগুনে ১১জন মালিকের ৯টি কাঁচা বসত ঘর ও দুটি সেমীপাকা বসতঘর পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের চেষ্টায় অন্তত ২০ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে বলে উল্লেখ্য করেন সিনিয়র এ ফায়ার কর্মকর্তা