admin
প্রকাশ: ২০১৭-১১-১১ ১৮:১৬:৩৩ || আপডেট: ২০১৭-১১-১১ ১৮:১৬:৩৩
বীর কন্ঠ ডেস্ক:
জনগণের দুর্দশা-দুর্ভোগ বয়ে আনে এমন কোনও কাজ যে কোনও প্রতিষ্ঠান করলে তার বিরুদ্ধে আমি প্রতিবাদ করবই। প্রতিবাদ করার জন্য রাজপথে আমার মৃত্যু হলেও আমি তা পরোয়া করি না।’ শনিবার (১১ নভেম্বর) দুপুরে লালদিঘি ময়দানে এসব কথা বলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লালদিঘি ময়দানে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।
মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘যুবলীগের নেতাকর্মীদের সততার সঙ্গে কাজ করতে হবে। জনপ্রতিনিধি হয়ে জনগণ বিরোধী কোনও কাজ করা যাবে না। জনস্বার্থ বিরোধী কোনও কাজ কোনও জনপ্রতিনিধি করে থাকলে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য যুবলীগের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।’
তিনি আরও বলেন,‘জাতির প্রতিটি দুঃসময়ে যুবলীগের নেতাকর্মীদের ভূমিকা ছিল অগ্রগণ্য। বিশেষ করে ৯০ এর গণঅভ্যুত্থান,৯৬ এর খালেদা বিরোধী আন্দোলন,২০০১-২০০৭ সাল জোট সরকার বিরোধী রাজপথের আন্দোলন ও ১/১১ এর সময় সারা বাংলাদেশে ঘরোয়া রাজনীতিতে যুবলীগের অবদান ছিল অনস্বীকার্য। ধর্মের নামে হেফাজতের আন্দোলনকেও সারা বাংলাদেশে যুবলীগের নেতাকর্মীরা প্রতিহত করেছিল। ভবিষ্যতেও তাদেরকে সেই ধারাবাহিকতা রক্ষা করতে হবে।’
চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মো.মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে যুব সমাবেশে বক্তব্য দেন দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী, চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ,মাহবুবুল হক সুমন, দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী চৌধুরী,কেন্দ্রীয় যুবলীগের উপ-সমবায় বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন চৌধুরী,বিজিএমই এর পরিচালক সৈয়দ নজরুল ইসলাম,মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন আজাদসহ আরও অনেকে।
-বাংলা ট্রিবিউন