চট্টগ্রাম, , শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

admin

রাজধানীর স্কয়ার হাসপাতালে মহিউদ্দিনকে দেখতে হাসপাতালে কাদের

প্রকাশ: ২০১৭-১১-১২ ২২:১৭:৪৩ || আপডেট: ২০১৭-১১-১২ ২২:১৭:৪৩

বীর কন্ঠ ডেস্ক:

চিকিৎসাধীন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চসিক (চট্টগ্রাম সিটি কর্পোরেশন) মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে দেখতে হাসপাতালে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

রোববার সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন এ নেতাকে দেখতে যান তিনি। এ সময় মহিউদ্দিন চৌধুরীর চিকিৎসার খোঁজ-খবর ও শয্যাপাশে কিছুক্ষণ সময় কাটান ওবায়দুল কাদের। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে তার সুচিকিৎসার নির্দেশ দেন তিনি

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য গোলাম রাব্বানী চিনু প্রমুখ। 

পরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, জাতীয় পার্টির (জেপি) সভাপতি ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু হাসপাতালে মহিউদ্দিন চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।—জাগো নিউজ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *