চট্টগ্রাম, , শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

admin

রামুর জোয়ারিয়ানালায় মিনিবাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত-২

প্রকাশ: ২০১৭-১১-১২ ১৩:৩০:২৮ || আপডেট: ২০১৭-১১-১২ ১৩:৩৭:২৭

বীর কন্ঠ ডেস্ক:

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর জোয়ারিয়ানালা এলাকায় একটি মিনিবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। রোববার দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার মুখী মোটরসাইকেলটি (কক্সবাজার-ল-১১-১৯৫০) তিনজন আরোহী নিয়ে মহাসড়কের জোয়ারিয়ানালা আদর্শগ্রাম এলাকায় পৌঁছামাত্র ঈদগাঁও লাইন মিনিবাসের একটি গাড়ি (কক্সবাজার-ছ-১১-০১২০) বিপরীত দিক দিয়ে আসার সময় মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুইজন মারা যান। অপরজন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে রামু হাসপাতালে নেয়া হয়েছে। মোটরসাইকেল আরোহীদের বাড়ি কক্সবাজার সদরের ভারুয়াখালী এলাকায় বলে জানা গেছে।

রামু হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মোজাহিদুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো পুলিশ হেফাজতে রয়েছে। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *