চট্টগ্রাম, , শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

admin

ইরান-ইরাক সীমান্তে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১২৯

প্রকাশ: ২০১৭-১১-১৩ ০৯:৪৫:১৭ || আপডেট: ২০১৭-১১-১৩ ০৯:৪৫:১৭

আন্তর্জাতিক ডেস্ক:

ইরান ও ইরাকের সীমান্তবর্তী এলাকায় শক্তিশালী ভূমিকম্পে ১২৯ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে তিনশও বেশি মানুষ। ইরাকের সরকারি বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ফায়ার সার্ভিস ও নিরাপত্তাকর্মীরা আহতদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন। খবর দ্য ইনডিপেনডেন্ট।

 

রোববার (১২ নভেম্বর) রাতের এই সাত দশমিক তিন মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে বাগদাদ ও ইরানের পশ্চিমাঞ্চল। ইরাকের হালাবজা শহর থেকে ২১ মাইল দক্ষিণে ভূমিকম্পটি আঘাত হানে। লোকজন আতঙ্কে বাড়িঘর থেকে ছুটে বেরিয়ে রাস্তায় নেমে আসেন। এ ছাড়া ইসরায়েল এবং কুয়েতেও কম্পন অনুভূত হয়।

 

রেড ক্রিসেন্টের কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের কমপক্ষে আটটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও অনেক এলাকায় বিদ্যুৎ এবং টেলিযোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। ভূমিকম্পের পর ভূমিধ্বসের কারণে উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *