চট্টগ্রাম, , শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

admin

পাঁচদিনের সফরে তুরস্ক গেলেন বিমান প্রধান

প্রকাশ: ২০১৭-১১-১৩ ১০:২১:৪১ || আপডেট: ২০১৭-১১-১৩ ১০:২১:৪১

নিউজ ডেস্ক:

বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার সস্ত্রীক তিনজন সফরসঙ্গী নিয়ে পাঁচদিনের সফরে তুরস্ক গেছেন। গতকাল (রোববার) তুরস্কের উদ্দেশে তারা ঢাকা ত্যাগ করেছেন।

 

সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান তুরস্কের প্রতিরক্ষা সচিব ইসমাইল দেমির, সশস্ত্র বাহিনীর প্রধান হুলুসি আকার ও বিমান বাহিনী প্রধান হাসানসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে দুই দেশের পারস্পরিক বিষয়ে মতবিনিময় এবং পেশাগত বিষয়ে আলোচনা করবেন।

 

এ ছাড়াও তুরস্কের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা পরিদর্শন করবেন তিনি। বিমান বাহিনী প্রধানের এই সফর দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং বাংলাদেশ বিমান বাহিনীর উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।–জাগো নিউজ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *