চট্টগ্রাম, , শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

admin

পাচারকালে লোহাগাড়ায় প্রাইভেট কারসহ ৫’হাজার পিচ ইয়াবা নিয়ে আটক ১

প্রকাশ: ২০১৭-১১-১৩ ১৭:৩০:২৪ || আপডেট: ২০১৭-১১-১৩ ১৭:৩০:২৪

এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের লোহাগাড়ায় অভিনব কায়দায় পাচারের সময় চুনতী ফরেষ্ট বিট কার্যালয়ের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচ হাজার পিস ইয়াবা সহ একজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৩ নভেম্বর) দুপুরে চুনতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল জলিল এ অভিযানের নেতৃত্ব দেন।

অভিযানে বড় লক্ষীপুর রাজবাড়ীর মোহাম্মদ বাবর আলী সর্দারের পুত্র মুহাম্মদ মামুন সর্দার (৩৫)কে আটক করা হয়।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহ জাহান পিপিএম বার বিডি২৪লাইভকে বলেন, অভিনব কায়দায় ঢাকা মেট্রো-গ ৩২-৫২৪০ প্রাইভেট কারে করে সেচিস বক্সের ভিতরে করে কক্সবাজার থেকে ঢাকায় পাচারের সময় পাঁচ হাজার পিচ ইয়াবা সহ একজনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদক পাচারকারী, ব্যবসায়ী যে যত বড় শক্তিশালী হউক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। প্রতিবেদন লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *