admin
প্রকাশ: ২০১৭-১১-১৩ ২৩:৪৮:৫৫ || আপডেট: ২০১৭-১১-১৩ ২৩:৪৮:৫৫
চকরিয়া অফিস:
চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের কার্যকরী কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল তিনটায় বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক সোলতান আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জাফর আলম এমএ। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ৯০ এর স্বৈরচারী বিরোধী ছাত্রনেতা সরওয়ার আলম, যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ তালুকদার, সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সহ-সভাপতি মনছুর আলম, মাষ্টার ইমতিয়াজ উদ্দিন, মোহাম্মদ আলী, আওয়ামীলীগ নেতা কফিল উদ্দিন, সবুর আলম, মোজাফফর, নাজমুল, ছাত্রলীগ নেতা শাখাওয়াত, যুবলীগ সভাপতি মিজান, ইউনিয়নের গুরুত্বপূর্ন নেতা ও ৯টি ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকরা বক্তব্য রাখেন।