admin
প্রকাশ: ২০১৭-১১-১৩ ১৯:৪৯:৩৩ || আপডেট: ২০১৭-১১-১৩ ১৯:৫৪:২৩
স্টাফ রিপোর্টার :
চট্টগ্রাম সিটি মেয়র বাংলাদেশ ক্রীড়া সংগঠক ফোরাম সভাপতি আ জ ম নাছির উদ্দীনের সভাপতিত্বে বাংলাদেশ যুব গেমস-২০১৮ আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে চসিক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম বিভাগীয় সকল জেলা ক্রীড়া সংস্থা প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
গেমসে দলগত ও একক ভিত্তিতে ২১টি ইভেন্টে খেলা পরিচালিত হবে। ইভেন্টগুলো হলো- দলগত (ফুটবল,ভলিবল,বাস্কেটবল,হকি,কাবাডি,হ্যান্ডবল) ও একক (এ্যাথলেটিক্স,সাঁতার,ব্যাডমিন্টন,শুটিং,টেবিল টেনিস,স্কোয়াশ,কারাতে,তায়কোয়ান্ডো,কুস্তি,জুডো,উশু,ভারোত্তলন,মুষ্টিযুদ্ধ,আর্চারি ও দাবা)।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেমসের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন। মন্ত্রী পরিষদ বিভাগ,প্রতিরক্ষা মন্ত্রণালয়,সশস্ত্র বাহিনী বিভাগ,অর্থ ,শিল্প ,বাণিজ্য,স্বাস্থ্য ও পরিবার কল্যান,স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায়,বেসামরিক বিমান ও পর্যটন,সড়ক ও সেতু,তথ্য,শিক্ষা ও পরিকল্পনা,সংস্কৃতি,স্বরাষ্ট্র,যুব ক্রীড়া,বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ গেমস আয়োজনে সহযোগী হিসেবে সংশ্লিষ্ট রয়েছে।
একই সাথে জাতীয় ক্রীড়া ফেডারেশন,জাতীয় ক্রীড়া পরিষদ,ক্রীড়া পরিদপ্তর,ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান,সেনাবাহিনী,বিমানবাহিনী,নৌবাহিনী,বিজিবি,পুলিশ,আনসার,ভিডিপি,বিভাগীয়,জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থা সমুহ গেমস আয়োজনে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে অন্তর্ভুক্ত আছে।
সভায় চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা সহসভাপতি আলহাজ্ব আলী আব্বাস,বিওএ সদস্য সিরাজুদ্দিন মো. আলমগীর,নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা সা.সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টু,কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা সা.সম্পাদক নাজমুল আহসান রোমেন,ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থা সহসভাপতি আবুল কাশেম,চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহি সদস্য আবুল হাশেম, বিওএ সদস্য আমির রোকন বাহার, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ভারপ্রাপ্ত মহাসচিব আশিকুর রহমান নিকু,ডিএসএ সেক্রেটারি মো.ইসলাম বারী, চান্দগাঁও জেলা ক্রীড়া সংস্থা সা.সম্পাদক গোলাম মোস্তফা বাবু,খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থা জুয়েল চাকমা,রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা সা.সম্পাদক বরুণ বিকাশ দেওয়ান,ডিএসএ সহসাধারণ সম্পাদক আবদুর রব,কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু প্রমুখ উপস্থিত ছিলেন।