চট্টগ্রাম, , সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

admin

লোহাগাড়ায় আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সম্পাদক মুছাকে সংবর্ধনা

প্রকাশ: ২০১৭-১১-১৩ ১৯:২৭:৪৮ || আপডেট: ২০১৭-১১-১৩ ১৯:২৭:৪৮

আলাউদ্দিন :

লোহাগাড়ায় বর্ণাঢ্য আয়োজনে আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোহাম্মদ মুছাকে সংবর্ধনা দিয়েছে লোহাগাড়াবাসী। গতকাল সকালে উপজেলার বটতলী মোটর স্টেশনস্থ অফিসে এ সংবর্ধনা দেয়া হয়। উল্লেখ্য, মোহাম্মদ মুছা দীর্ঘদিন ধরে শ্রমিক সংগঠনে নেতৃত্ব দিচ্ছেন। জাতীয় পর্যায়ে তিনি সড়ক পরিবহন শ্রমিকদের অধিকার আদায়ে আন্দোলন ও নেতৃত্ব দিচ্ছেন। 

 

নিরাপদ সড়ক গড়ে তুলতে নানা পদক্ষেপ ও কমর্সূচী হাতে নিয়েছেন তিনি। মোহাম্মদ মুছা বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

 

সম্প্রতি তিনি  “শেরে বাংলা গোল্ড মেডেল -২০১৭” অর্জন করেছেন। এ উপলক্ষে আরকান সড়ক পরিবহন শ্রমিক

ইউনিয়নের সাধারন সম্পাদক মোহাম্মদ মুছাকে লোহাগাড়া বাসীর পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানান আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি পদপ্রার্থী আরিফুর রহমান।

 

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী মঞ্জুর আলম ও আলমগীর আলম। এ প্রসঙ্গে মোহাম্মদ মুছা বলেন, পরিবহন শ্রমিকের কল্যাণে আমার জীবন উৎসর্গ করেছি। এটি প্রাপ্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *