চট্টগ্রাম, , মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

admin

দাবী পূরণে আমি আপনাদের সাথে একাত্ম আছি: সিটি মেয়র

প্রকাশ: ২০১৭-১১-১৪ ১৬:১৫:৩৯ || আপডেট: ২০১৭-১১-১৪ ১৬:১৫:৩৯

স্টাফ রিপোর্টার :

চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগ (সিবিএ)’র বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বিগত ২০১০ সালে বন্দর শ্রমিক জীবনমান উন্নয়ন ও পেশাগত সুযোগ-সুবিধা আদায়ে যে দাবী পূরণের অঙ্গীকার ছিল সুদীর্ঘ সময় পেরিয়ে গেলেও তা আজো পূরণ করা হয়নি। অথচ বন্দর শ্রমিকদের ঘামে ভেজা পরিশ্রম,নিষ্ঠা আর দক্ষতার উপর ভর করে চট্টগ্রাম বন্দর আজ বিশ্বে ৭১তম বন্দর হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। বন্দরের ল্যাসিং,আনলেসিং,ডক শ্রমিকসহ সকল শ্রমিকের পক্ষ থেকে উত্থাপিত ১৪ দফা দাবী আদায়ে বন্দর কর্তৃপক্ষ ও মালিক পক্ষকে সমন্বিত আন্তরিক ভাবে দায়িত্ব নিতে হবে। 

তিনি নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, ১৪ দফা দাবী আদায়ের ব্যাপারে আপনারা আজ ১৩ নভেম্বর থেকে ১৫ দিনের আল্টিমেটাম ঘোষণা করেছেন। আপনারা ধৈর্য্ ধরুন। এই সময়ের মধ্যে দাবী পুরণের ব্যাপারে আমি ব্যক্তিগত ভাবে বন্দর চেয়ারম্যান ও মালিক পক্ষের সাথে আলোচনা করব। মনে রাখবেন আপনাদের দাবী পূরণে আমি আপনাদের সাথে একাত্ম আছি।

সিবিএ সভাপতি মীর নওশাদের সভাপতিত্বে সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব শফর আলী। বক্তব্য রাখেন সিবিএ সিনিয়র সহসভাপতি হাজী মো. হাসান,মো. নুরুল আবছার,নুরুল আমিন ভুঁইয়া,দুলাল মিয়া, আইয়ুব দোভাষ, সাধারন সম্পাদক মো. আলমগীর, যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল বিশ্বাস,আবু বক্কর চৌধুরী বাপ্পী, আমিনুল ইসলাম ভুঁইয়া,মো.জানে আলমসহ সিবিএ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *