admin
প্রকাশ: ২০১৭-১১-১৫ ২৩:২৬:০০ || আপডেট: ২০১৭-১১-১৫ ২৩:২৬:০০
মিজবাউল হক, চকরিয়া অফিস :
চকরিয়া উপজেলার মালুমঘাট হাইওয়ে পুলিশ যাত্রীবাহি বাসে অভিযান চালিয়ে ৯৮০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক পাচারকারী নারীকে আটক করেছে। বুধবার ১৫ নভেম্বর বিকাল ৪টার দিকে মহাসড়কের ফাঁসিয়াখালী ঢালায় চট্টগ্রামমূখী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা মেট্রো-ব-১৪-৬৫৬৭নং গাড়িটি তল্লাশি চালিয়ে তাকে আটক করে পুলিশ। আটককৃত মহিলা টেকনাফ উপজেলার দক্ষিণ হ্নীলা ইউনিয়নের লেচুয়া পালং এলাকার নুর আহামদের স্ত্রী রাশেদা বেগম (৩৫) বলে জানা গেছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে চকরিয়া থানায় মামলা করা হয়েছে।