admin
প্রকাশ: ২০১৭-১১-১৫ ২৩:৪১:৩৭ || আপডেট: ২০১৭-১১-১৫ ২৩:৪১:৩৭
মিজবাউল হক, চকরিয়া অফিস :
জাহিয়া ইসলাম ঐশী-’আলহাজ্ব উসমান সওদাগর স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা” প্রাথমিক শাখায় বর্ণমালা একাডেমি চকরিয়া হতে ডায়মন্ড অ + গ্রেডে বৃত্তি লাভ করেছে। ঐশী বড় হয়ে বাংলাদেশ জুড়িশিয়াল সার্ভিসের বড় কর্মকর্তা হতে চায়। ঐশী চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু ও নারী নেত্রী দিলশাদ খানম মিশুর বড় মেয়ে। তার ভবিষ্যৎ সফলতা কামনার জন্য সকলের কাছে দোয়া প্রার্থী। জাহেদুল ইসলাম লিটু তার বড় মেয়ে ঐশী মেধাবৃত্তি লাভ করায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন এবং বর্ণমালা একাডেমির সকল শিক্ষক ও শিক্ষিকার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।