চট্টগ্রাম, , বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫

admin

লোহাগাড়াকে ভিক্ষুকমুক্ত করতে ইউএনও’র ব্যতিক্রম উদ্যোগ

প্রকাশ: ২০১৭-১১-১৫ ২০:১১:০১ || আপডেট: ২০১৭-১১-১৫ ২০:১১:০১

লোহাগাড়া অফিস:

লোহাগাড়াকে ভিক্ষুকমুক্ত করতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন ইউএনও মোঃ মাহবুব অালম। ভিক্ষুকের তালিকা তৈরী করে ইতিমধ্যে স্বাবলম্বী করা হচ্ছে। ৪৩০ জন ভিক্ষুক রয়েছে লোহাগাড়া পুরো উপজেলায়। এ পর্যন্ত আধুনগর ও লোহাগাড়ার ৪২ জন ভিক্ষুককে স্বাবলম্বী করা হয়েছে।

 

এরই ধারাবাহিকতায় ১৫ নভেম্বর দুপুর ১টায় আধুনগর ইউনিয়নে  মহিলা ভিক্ষুককে  স্বাবলম্বী করতে  ছাগল বিতরণ করেছেন  ইউএনও মোহাম্মদ মাহবুব আলম। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের  সদস্য ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য  আলহাজ্ব আনোয়ার কামাল, লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোহাম্মদ জহির উদ্দিন, সাংসদ ড.নদভীর একান্ত সচিব সাতকানিয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান এরফানুল করিম চৌধুরী, লোহাগাড়া মা-মণি হাসপাতালের প্রতিষ্টাতা পরিচালক এম.এ কাশেমসহ আরো অনেকেই।

 

ভিক্ষুকদের স্বাবলম্বী করতে হাস-মুরগী,গরু-ছাগল,পান সুপারীর দোকানসহ প্রয়োজনীয় জিনসপত্র বিতরণ করা হচ্ছে। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহবুব আলম বলেছেন, সাধ্যমত চেষ্টা করছি উপজেলাকে ভিক্ষুকমুক্ত করতে। প্রয়োজনীয় সহযোগিতার পাশাপাশি মনিটরিং চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *