admin
প্রকাশ: ২০১৭-১১-১৬ ১৭:৩২:০৮ || আপডেট: ২০১৭-১১-১৬ ১৭:৩২:০৮
বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবান পার্বত্য জেলা সদরের রাজার মাঠে আগামী ২১ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপি শুরু হতে যাচ্ছে পাহাড়ী বাঙ্গালিদের ঐতিহ্যবাহী মিলন মেলা,
১৪০তম রাজপূন্যাহ মেলা।
গত ১৪ই নভেম্বর মন্ত্রণালয়ে এক আলোচনা হয়।
ওক্ত আলোচনার সিদ্ধান্ত মোতাবেক মেলা আগামী ২১শে ডিসেম্বর থেকে উদ্ভোধন করার ঘোষনা প্রদান করা হয়।
উক্ত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছে, বাংলাদেশ আ’লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি,
মেলাকে ঘিরে জেলার ১১টি সম্প্রদায়ের ঐতিহ্য মন্ডিত মনোজ্ঞ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এ সময় পাহাড়ী-বাঙ্গালীদের মিলন মেলা পরিণত হয়, দেশি- বিদেশী পর্যটকরা ভীড় জমায় পর্যটন শহর বান্দরবানে।
মেলার যনিরাপত্তায় গত বছরের মতো এবারও মেলার মাঠ ক্লোজ সার্কিট ক্যামরা (সিসি ক্যামরা) র আওতায় রাখা হবে জানিয়েছে পুলিশ প্রশাসন।
বোমাং রাজার সহকারী অং ঝাই খেয়াং “বীর কণ্ঠকে জানান, চলতি বছরের রাজ পূন্যাহ আগামী ২১ ডিসেম্বর অনুষ্টিত হবে, এই ব্যাপারে সংবাদ সন্মেলন করে সবাইকে অবহিত করা হবে।