admin
প্রকাশ: ২০১৭-১১-১৬ ১৪:১৩:৩৭ || আপডেট: ২০১৭-১১-১৬ ১৪:১৩:৩৭
বীর কন্ঠ ডেস্ক:
কক্সবাজারের টেকনাফ উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে দেলোয়ার হোসাইন (২০) নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র খুন হয়েছেন। বুধবার রাতে টেকনাফ সদর ইউনিয়নের হাজমপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার টেকনাফ উপজেলার মহেশখালিয়া পাড়ার আবদুস সালাম ফকিরের ছেলে। তিনি কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্র।
টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্বৃত্তের ছুরিকাঘাতে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক ছাত্র গুরুতর আহত হয়। পরে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে টেকনাফ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।