admin
প্রকাশ: ২০১৭-১১-১৭ ১৯:২২:১২ || আপডেট: ২০১৭-১১-১৭ ১৯:২২:১২
মোহাম্মদ ইলিয়াছ :
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা নয়াপাড়া এলাকায় পাহাড় কেটে রাস্তা তৈরির দায়ে শাহাবুদ্দিন নামে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট তথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম। গতকাল বুধবার এ অর্থদণ্ড প্রদান করা হয়।
জানা যায়, আগের দিন উপজেলা নির্বাহী অফিসার ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময়ে অভিযানে দুইটি ডাম্পার ও একটি স্ক্যাবেটর জব্ধ করা হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম জানান, লোহাগাড়ায় পাহাড় কেটে কাউকে রাস্তা-ঘাটসহ অন্য কোনো স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না। উপজেলায় পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান —ইত্তেফাক