admin
প্রকাশ: ২০১৭-১১-১৭ ১৭:৪২:১৭ || আপডেট: ২০১৭-১১-১৭ ১৭:৪২:১৭
সুজন দাশ:
আজ সকাল ১০ ঘটিকায় সময় সুখছড়ী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সামাদ-অমল বৃ্ত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আয়োজক সূত্র মতে জানা যায় সুখছড়ী এলাকার স্বনাম ধন্য সাবেক সরকারী কর্মকর্তা আবদুল সামাদ ও সাবেক ব্যাংকার অমল দাশ স্মৃতি রক্ষার্থে বিগত তিন বছর থেকে উক্ত বৃত্তি পরীক্ষা।
উক্ত দুই প্রয়াত গুনীজনের পরিবারের সার্বিক সহযোগীতায় নাম মাত্র ফরম মুল্যে স্মৃতি রক্ষার্থে এই পরীক্ষার আয়োজন করা হয়।
আয়োজক সূত্রে আরো জানা যায় এবার মোট ১৯ টি প্রাইমারী ও ৫ টি হাই স্কুলের মোট প্রায় ২৫০ জন শিক্ষার্থী এবারের পরীক্ষায় প্রতিদন্ধিতা করে।
চতুর্থ, পঞ্চম ও সপ্তম এই তিন শ্রেনীর শিক্ষার্থীরা এবারের পরীক্ষায় অংশ গ্রহন করেছে। এমসি কিউ ধরনের প্রশ্নে এই পরীক্ষা নেয়া হয়েছে। যাতে দ্রুত খাতা দেখে ফলাফল জানিয়ে দেয়া যায়।
আয়োজক স্কুলের প্রতিষ্ঠান প্রধান মিসেস দিলরুবা বেগম জানান সকল শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক প্রচেষ্ঠায় সুন্দর ভাবে পরীক্ষা সম্পর্ন হয়েছে। এবার খাতা দেখার পালা। আশা করি সকলের সহযোগীতায় খু্ব দ্রুত রেজাল্ট জানিয়ে দিতে পারব।
আজ সকালে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলেন সুখছড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অনুপ কান্তি দাশ, সিনিয়র শিক্ষক মোবারক আলী সহ এলাকার গন্যমান্য ব্যক্তি গন।