admin
প্রকাশ: ২০১৭-১১-১৮ ২১:৩৭:২৪ || আপডেট: ২০১৭-১১-১৮ ২১:৩৯:৩৩
মিজবাউল হক, চকরিয়া অফিস:
চকরিয়ায় শালিশের নামে এক অসহায় পরিবারকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বাদী আবদুস সালামের অভিযোগ জানা যায়, গত ১১ নভেম্বর উপজেলার বিএমচর ইউনিয়নের ৮নং পাহাড়িপাড়ার বাসিন্দা আবদুস সালাম সহ তার পরিবারের অন্য সদস্যদের মিথ্যা অভিযোগে পরিষদে ডাকেন দিদারুল ইসলাম ও জাহাঙ্গীর আলম। পরিষদে আসেন তারা। কিন্তু বিচারকরা কোন কিছু না যেনে আমাদের ওপর ক্ষিপ্ত হয়। একপর্যায়ে সবাইকে একটি কক্ষে জিম্মী করে রাখে। সেখানে চকিদার দিয়ে অমানষিকভাবে নির্যাতন করে। এতে মারাত্মকভাবে আহত হন, আবদুস সালাম (৫০), তার স্ত্রী ছেনুয়ার বেগম মেয়ে রোমানা বেগম, ছেলে বেলাল মিয়া ও হেলাল মিয়া। পরে তাদেরকে উদ্ধার আহত অবস্থায় চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় গত ১৪ নভেম্বর আবদুস সালাম বাদী হয়ে দিদারুল ইসলাম ও জাহাঙ্গীর আলম সহ অজ্ঞাতনামা দেখিয়ে উপজেলা সিনিয়ল জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে।