চট্টগ্রাম, , শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

admin

বন্ধুর জন্য –এম.ডি জসীম খান

প্রকাশ: ২০১৭-১১-১৮ ২০:০৯:২৪ || আপডেট: ২০১৭-১১-১৮ ২০:০৯:২৪

বন্ধুর জন্য

–এম.ডি জসীম খান

 

সূর্য্য মামা একটু কিরণ,

দাও গো আমায় ধার!

আমার প্রিয় বন্ধুর হাতে,

দেবো তোমার উপহার!

 

ও গো চাঁদ তুমিও আমায়,

দাও না একটু আলো!

বন্ধুর হাতে দিতে পারলে,

লাগবে আমার ভালো!

 

রাতের তারা তোমরাও আজ,

বসাও মিলন মেলা!

হাওয়া আনবে বন্ধুর খবর,

মিঠবে মনের জ্বালা!

 

বলবে বন্ধুর কানে কানে,

তাকে বাসি ভালো!

সেই কারনে পাঠিয়ে দিলাম,

চাঁদ সূর্য্যের আলো!

 

রাতের জোনাকি বলছি তোমায়,

জ্বালিয়ে রেখো বাতি!

আসতে পারে মনের মানুষ,

আমার জীবন সাথী!

 

রাতের আকাশ বলো তারে,

করে না যেন রাগ।

আমার সুখ বন্ধুকে দিয়ে,

কষ্ট নেবো ভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *