admin
প্রকাশ: ২০১৭-১১-১৮ ০০:২৪:৪৭ || আপডেট: ২০১৭-১১-১৮ ১২:৪৩:৪৫
বেলাল আহমদ,বিশেষ প্রতিনিধি:
১৭ই নভেম্বর সকাল ১০টায় ল্যাব এর বর্তমান সভাপতি প্রফেসর জনাব ড. নাসির উদ্দিন মুন্সীর সভাপতিত্ত্বে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জনাব আবদুল মান্নান। আরো উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ডীন জনাব প্রফেসর ড. এমডি নাসির উদ্দিন মিতুল; মহিউদ্দিন হাওলাদার, ডেপুটি জেনারেল ম্যানেজার বাংলাদেশ ব্যাংক; ড. মিজানুর রহমান, লাইব্রেরিয়ান, ব্যানবেজ,কাজী মাজেদ, লাইব্রেরিয়ান, পাবলিক লাইব্রেরী, চট্টগ্রাম। চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ এর সম্মানিত অধ্যক্ষ জনাব প্রফেসর অঞ্জন কুমার নন্দি,প্রফেসর ঝরনা খানম অধ্যক্ষ, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ মির কফিল উদ্দিন, অধ্যক্ষ হাটাজারী কলেজ প্রমুখসহ আরো অন্যান্য অতিথিবৃন্দ।
সভায় বক্তারা প্যানেল নির্বাচনের নানাদিক তুলে ধরেন। উক্ত সভায় বক্তারা প্রত্যেক প্রতিষ্ঠানে একটি করে লাইব্রেরী প্রতিষ্ঠার প্রস্তাব এবং লাইব্রেরিয়ান পদ বৃদ্ধির সুপারিশসহ নানা প্রস্তাব তুলে ধরেন। ড. মিজানুর রহমান এর প্রাণবন্ত আলোচনায় ল্যাব এর বিগত সাফল্যধারা তুলে ধরেন এবং আগামীতেও এ ধারা অব্যাহত রাখার প্রতিস্রুতি দিয়ে মতবিনিময় সভা শেষ করেন।