চট্টগ্রাম, , সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪

admin

চট্টগ্রামে ৭০ টন বিষাক্ত শুঁটকি ধ্বংস করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত    

প্রকাশ: ২০১৭-১১-১৯ ১০:৫৮:৪৮ || আপডেট: ২০১৭-১১-১৯ ১০:৫৮:৪৮

 

বীর কন্ঠ ডেস্ক: 

চট্টগ্রামে ৭০ টন বিষাক্ত শুঁটকি ধ্বংস করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। শরিবার মহানগরীর বাকলিয়া থানার শাহ আমানত ব্রিজ এলাকায় অবৈধভাবে পরিচালিত এবং পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাছ ও মুরগির খাবার হিসেবে তৈরি এসব শুঁটকি ধ্বংস করা হয়।

 

সেইসঙ্গে এসব শুঁটকি মজুদ করার দায়ে আবদুল আলিম ওরফে আলম মাঝি নামে একজনকে এক মাসের কারাদণ্ডাদেশও দেন আদালত। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মিমতানুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিবেশ দূষণ করে বিভিন্ন সামদ্রিক মাছের উচ্ছিষ্টাংশ দিয়ে নোংরা পরিবেশে অবৈধভাবে মাছ ও মুরগির খাবার তৈরি করে তা বাজারজাত করা হচ্ছিল।

 

এলাকার পরিবেশ দূষণ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এসব মালামাল জব্দ ও ধ্বংস করা হয়। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত আসামি আলম মাঝিকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *