admin
প্রকাশ: ২০১৭-১১-১৯ ২১:৫৭:১১ || আপডেট: ২০১৭-১১-১৯ ২১:৫৮:০৬
মিজবাউল হক, চকরিয়া অফিস:
পেকুয়ায় পারিবারিক বিরোধের জের ধরে রিয়াজ উদ্দিন প্রকাশ ছোটন (২৮) নামের এক র্যাব সদস্যকে কুপিয়ে জখম করেছে একদল দুর্বৃত্ত। এসময় স্থানীয় লোকজন তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
রবিবার সন্ধ্যা সাতটার দিকে পেকুয়ার চৌমুহনীস্থ ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। আহত রিয়াজ উদ্দিন পেকুয়া সদর ইউনিয়নের শেকেরকিল্লাঘোনা এলাকার আফাজ উদ্দিনের ছেলে। তিনি বর্তমানে র্যাবে-১৩ কর্মরত রয়েছেন। আহত রিয়াজ উদ্দিনের স্ত্রী রাহেলা বেগম বলেন, গত চারদিন পূর্বে তিনি ছুটি নিয়ে বাড়িতে আসেন।
রবিবার সন্ধ্যায় চৌমুহনী এলাকায় গেলে একই এলাকার নাজেম উদ্দিনের ছেলে মামুন ও মোবাশ্বেরের নেতৃত্বে একদল দুর্বৃত্ত আমার স্বামীর উপর অতর্কিত হামলা চালায়। এসময় হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.মঞ্জুরল কাদের মজুমদার বলেন, এধরনের কোন ঘটনার খবর পাইনি। খোঁজ নিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।