চট্টগ্রাম, , সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

admin

সৌদিতে অভিযানে আটক ২৪ হাজার বিদেশি

প্রকাশ: ২০১৭-১১-১৯ ১৮:১২:১৩ || আপডেট: ২০১৭-১১-১৯ ১৮:১২:১৩

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবে ভিসার শর্ত ভঙ্গের অভিযোগে ২৪ হাজার ব্যক্তিকে আটক করা হয়েছে। সৌদি প্রেস অ্যাজেন্সি (এসপিএ) শনিবার জানিয়েছে, গেলো তিনদিনে এই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। খবর সৌদি গেজেট, আরব নিউজের। ওই ব্যক্তিদের মধ্যে ১৫ হাজার সাতশ দুই জনকে ইকামার অর্থাৎ বসবাসের নিয়ম ভঙ্গের অভিযোগে আটক করা হয়েছে। তিন হাজার আটশ ৮৩ জনকে সীমান্ত নিরাপত্তা এবং চার হাজার তিনশ ৫৩ জনকে শ্রম আইন ভঙ্গের অভিযোগে আটক করা হয়েছে.।

 

সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের সময় তিনশ ৯৪ জনকে আটক করা হয়েছে। দেশটির প্রবাসী প্রশাসন জানিয়েছে, নিয়ম ভঙ্গের অভিযোগে তারা আট হাজার চারশ ৩৩ জনকে আটক করেছে। এদের মধ্যে সাত হাজার চারশ ৯১ জন পুরুষ এবং নয়শ ৪২ জন নারীও রয়েছে। ওই প্রবাসীদের আশ্রয় দেয়ার অভিযোগে ২৫ জন সৌদি নাগরিককে আটক করা হয়েছে। অধিকাংশ ব্যক্তিকেই মক্কা থেকে আটক করা হয়েছে। এছাড়া রিয়াদ, আসির, জাজান এবং পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতেও অভিযান চালানো হয়।

 

এদিকে সৌদি আরবে অবস্থানরত বিদেশিরা তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পর দেশে ফেরার জন্য অতিরিক্ত ৬০ দিন সময় পাবেন বলে জানিয়েছে দেশটির পাসপোর্ট অধিদপ্তর। দেশটির জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্ট (জিডিপি) দাপ্তরিকভাবে বিষয়টি অনুমোদন দিয়েছে বলে জানা গেছে।

 

উল্লেখ্য, সাম্প্রতিক বিদেশিদের ভিসা কঠোর করেছে সৌদি আরব সরকার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *