চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

admin

চকরিয়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগের দায়ে সাড়ে ৯ লক্ষ টাকা জরিমানা

প্রকাশ: ২০১৭-১১-২১ ২২:২৫:৫১ || আপডেট: ২০১৭-১১-২১ ২২:২৫:৫১

মিজবাউল হক, চকরিয়া অফিস:

চকরিয়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যাবহার ঠেকাতে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) চকরিয়াস্থ উপবিভাগীয় প্রকৌশলী অধিদপ্তর। অভিযানকালে ৯ লক্ষ ২৯ হাজার ১৩১ টাকা জরিমানা করা হয়েছে। চকরিয়া বিদ্যুৎ অফিসের আবাসিক প্রকৌশলী ফয়জুল আলিম আলোর নেতৃত্বে গত ২০ ও ২১ নভেম্বর দিবাগত রাত ১২ টা হতে ভোর ৫ টা এ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি জানান, অবৈধ বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে সার্বক্ষনিক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তত বিদ্যুৎ বিভাগ। 

 

এর ধারাবাহিকতায় উপজেলার পালাকাটা, মাইজঘোনা, মৌলভীরকুম, মাছঘাট ও পূর্ববড়ভেওলা ইউনিয়নে ৭ জন গ্রাহকের অবৈধ বিদ্যুৎ সংযোগ লাইন বিচ্ছিন্ন করে দেওয়পা হয়েছে এবং অবৈধ বিদ্যুৎ ব্যবহারের দায়ে ৯ লক্ষ ২৯ হাজার ১৩১ টাকা করা হয়েছে। অবৈধ সংযোগকারীদের মধ্যে রয়েছে, পালাকাটা গ্রামের কাজল মেহের, পূর্ববড়ভেওলার আলাউদ্দিন ও ফরিদুল আলম, দক্ষিণ পালাকাটার মো: নুরুল আলম, কাহারিয়াঘোনার মো: জয়নাল আবদীন, ভরামুহুরী গ্রামের বাবুল করিম।

 

চকরিয়া উপবিভাগের আবাসিক প্রকৌশলী ফয়জুল আলিম আলো বলেন, অবৈধ বিদ্যুৎ ব্যবহারে হাতে নাতে যে গ্রাহকরা শনাক্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থাসহ জরিমানা দেয়া হয়েছে। পাশাপাশি সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। তিনি আরও বলেন, চকরিয়াতে লোডশেডিং কমে গেছে। সকলের সহযোগিতা পেলে লোডশেডিং মুক্ত এলাকা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *