চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

admin

নাইক্ষ্যংছড়িতে দুই ব্যাক্তিকে অপহরণ 

প্রকাশ: ২০১৭-১১-২২ ১৫:১৮:৪৩ || আপডেট: ২০১৭-১১-২২ ১৫:১৮:৪৩

বীর কন্ঠ ডেস্ক: 

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দুই ব্যাক্তিকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। বুধবার রাত ৩টায় উপজেলার দোছড়ি ইউনিয়নের বাকঁখালী ছাগলখাইয়া এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃতরা হলো- ফয়েজ আহমদের ছেলে মো: হোসন (৪০) ও ফজল করিমের ছেলে নুরুল আজিম (২৯)।

 

স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম পরিবারের উদ্ধৃতি দিয়ে জানান, প্রতিদিনের ন্যায় রাতে ঘুমিয়ে পড়েন হোসন ও নুরুল আজিম। রাত ৩টার দিকে ৮-১০ জনের অস্ত্রধারী একটি সন্ত্রাসী গ্রুপ ওই দুই কৃষককে নিজ বাড়ি থেকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। তবে বুধবার সকাল ৮টা পর্যন্ত অপহৃতদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছেনি বলে জানান তিনি।

 

তিনি আরো জানান, অপহরণকারীরা এর আগে ওই এলাকার নুরুল আমিন থেকে ৫ হাজার টাকা, নুরুল হাকিম থেকে কিছু স্বর্ণ এবং আবদুল মজিদের দোকান থেকে কয়েকটি পানির বোতল নিয়ে যায়।

 

এ বিষয়ে জানতে চাইলে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ এএসচএম তৌহিদ কবির জানান, অপহরণের খবর শুনেছি। অপহৃতদের উদ্ধারে পুলিশ অভিযানে যাচ্ছে। বি-বার্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *