admin
প্রকাশ: ২০১৭-১১-২২ ১৪:৫৩:৫২ || আপডেট: ২০১৭-১১-২২ ১৪:৫৩:৫২
মোহাম্মদ ইলিয়াছ:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি চাঁদারকুল এলাকায় মঙ্গলবার অবৈধ বালু মহালে অভিযান চালিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব আলম।
এ সময়ে ছায়ের খাল থেকে অবৈধভাবে উত্তোলনকৃত একটি বড় বালুস্তুপ ও একটি বালুভর্তি ডাম্পার জব্দ করা হয়। লালপতাকা দিয়ে চিহ্নিত করা উক্ত বালুস্তুপে ৪ শতাধিক ডাম্পার পরিমাণ বালু রয়েছে জানা গেছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব আলম জানান, জব্দকৃত বালু নিলামে বিক্রি করা হবে। উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে বালু উত্তোলনকারী প্রভাবশালী কিংবা অন্য যে কেউ হোক কাউকে ছাড় দেয়া হবে না। এর আগেও উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্রচুর বালু জব্দ করা হয়েছে।