admin
প্রকাশ: ২০১৭-১১-২৩ ০১:১০:০১ || আপডেট: ২০১৭-১১-২৩ ০১:১০:০১
মিজবাউল হক, চকরিয়া অফিস:
আজ বৃহস্পতিবার চকরিয়া কোরক বিদ্যাপীঠ পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন। এদিন সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত টানা ছয়ঘন্টা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বিদ্যালয় ক্যাম্পাসে। নির্বাচনে মাধ্যমিক বিভাগে ১৮৮৮জন ও প্রাথমিক বিভাগে ৮৩৪জন অভিভাবক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। পাশাপাশি মাধ্যমিক স্তরের শিক্ষক প্রতিনিধি নির্বাচনে বিদ্যালয়ের ৩১জন শিক্ষক ভোটার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। নির্বাচন কমিশনারের দায়িত্বপালন করবেন চকরিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল কালাম আজাদ।
নির্বাচন কমিশনার আবুল কালাম আজাদ বলেন, চারটি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এরমধ্যে প্রতিষ্ঠাতায় নুরুল আবছার, দাতা চকরিয়া পৌর কাউন্সিলর মকছুদুল হক মধু, প্রাথমিক শাখার শিক্ষক প্রতিনিধি অলসন বড়–য়া, মাধ্যমিক ও প্রাথমিক শাখা মিলিয়ে দুই বিভাগে নারী শিক্ষক প্রতিনিধি রূপালী রানী দে। অপরদিকে শিক্ষাবোর্ডের নীতিমালা অনুযায়ী পদাধিকারবলে কমিটির সদস্য-সচিব নির্বাচিত হয়েছেন প্রধান শিক্ষক মো.নুরুল আখের।
৬টি পদে লড়ছেন ১০জন প্রার্থী। মাধ্যমিক শাখার শিক্ষক প্রতিনিধি পদে দুইজন, মাধ্যমিক শাখার অভিভাবক প্রতিনিধি পদে তিনজন, প্রাথমিক শাখার অভিভাবক প্রতিনিধি পদে তিনজন ও মাধ্যমিক এবং প্রাথমিক শাখা মিলিয়ে দুই বিভাগে নারী অভিভাবক প্রতিনিধি পদে দুইজন।
জানা গেছে, মাধ্যমিক বিভাগে অভিভাবক প্রতিনিধি পদে মকছুদুল হক ছুট্টো, শফিকুল কাদের ও জাহাঙ্গীর আলম। প্রাথমিক শাখায় এসএম আলমগীর হোছাইন, শওকত হোসেন, সাইফুল কাদের সোহেল। অপরদিকে মাধ্যমিক এবং প্রাথমিক শাখা মিলিয়ে দুই বিভাগে নারী অভিভাবক প্রতিনিধি পদে ইছমত আরা বেগম ও শরিফা মোস্তাফা। মাধ্যমিক শাখায় শিক্ষক প্রতিনিধি পদে শিক্ষক শফিউল আলম ও নুরুল ইসলাম লড়ছেন।
দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার ও চকরিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, অনুষ্ঠিতব্য নির্বাচনে ইতোমধ্যে পাঁচটি পদে পাঁচজন নির্বাচিত হয়েছেন। বাকী ছয়টি পদে ভোট গ্রহনের পর নির্বাচিত ৬জনসহ কমিটির সদস্য হবেন মোট ১১জন।