admin
প্রকাশ: ২০১৭-১১-২৩ ১৬:৫৪:৫৭ || আপডেট: ২০১৭-১১-২৩ ১৬:৫৪:৫৭
মো: এরশাদ আলম, লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোহাম্মদ নেজাম নামে একজনকে ২ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পদুয়া তেওয়ারীখিল এলাকায় টংকাবতী খাল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এক অভিযান চালায়। উক্ত অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নেজামকে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে নেতৃত্বদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তথা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাহবুব আলম।
এব্যাপারে জানতে চা্ইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহবুব আলম জানান, উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনকারী প্রভাবশালী কিংবা অন্য যে কেউ হোক কাউকে ছাড় দেয়া হবে না।
এর আগে উক্ত এলাকায় অবৈধ বালু মহালে অভিযান চালিয়ে ১টি স্ক্যাবেটর ও ১টি বড় বালু স্তুপ জব্দ করা হয়। উক্ত বালুস্তুপে প্রচুর পরিমান বালু রয়েছে বলে জানা গেছে। জব্দকৃত বালু স্তুপে লাল পতাকা দিয়ে চিহ্নিত করে দেয়া হয়। উপজেলার বিভিন্ন খাল-ছড়া থেকে অপরিকল্পিতভাবে বালি উত্তোলন ও পরিবহনের কারণে নষ্ট হচ্ছে কৃষি জমি, সড়ক ও ব্রীজ। আর এসব বালি ট্রাকে ধারণ ক্ষমতার চেয়ে অধিক বোঝাই করে পরিবহন করা হচ্ছে। এতে একদিকে খালের গতিপথ পরিবর্তন এবং খালপাড় ও খাল পাড়ের বসতঘর খাল গর্ভে বিলীন হচ্ছে। অন্যদিকে প্রাকৃতিক পরিবেশ বিনষ্টসহ গ্রামীণ সড়কগুলো ব্যাপক ক্ষয়-ক্ষতি হচ্ছে।