admin
প্রকাশ: ২০১৭-১১-২৩ ২০:৩১:২১ || আপডেট: ২০১৭-১১-২৩ ২০:৩১:২১
বেলাল আহমদ রিয়াদ, মদিনা থেকে :
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩ তম জন্ম-বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে মদিনা জাতীয়তাবাদী দল বিএনপি ।
গতকাল বুধবার রাত দশটায় মদিনা একটি কমউনিটি সেন্টারে আয়োজিত সভায় শুরুতে জন্মদিনের কেক কাটা হয়।
এতে সভাপতিত্ব করেন মদিনা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল মোমিন।
মদিনা যুবদল নেতা সোহেলের সন্চালনায় প্রধান অতিথি ছিলেন মদিনা বিএনপির সহসভাপতি পিয়ার আহমেদ পিয়ার।
বক্তব্য রাখেন মাকসুদুল হক, মোহাম্মদ রাসেল সহ মদিনা বিএনপির নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন তারেক রহমান শুধু বাংলাদেশের নেতা নয় তিনি এখন বিশ্বনেতা ,বিশ্বসভায় আগামী দিনে বাংলাদেশের ভাবমুর্তি তুলে ধরবেন ও দক্ষিন এশিয়ার উন্নয়নে আগামী দিনে এক নতুন চিন্তাভাবনার সুচনা করবেন।
বক্তারা বলেন, আমরা স্বাধীন দেশের মানুষ হয়েও সুষ্ঠু পরিবেশ পাচ্ছি না। আমরা স্বাধীন দেশের মানুষ হয়েও এখনো পরাধীনতার জীবন যাপন করছি।
মানুষ গণতন্ত্রের পাশাপাশি তাদের মৌলিক অধিকার, বাক-স্বাধীনতা হারিয়েছে। এই সরকারের অধিনে জাতি কোণ্ঠাশার মধ্যে জীবন অতিবাহিত করছে। এখন আমরা বিভিন্ন চাপের মধ্যে থেকে দলীয় কর্মসূচী পালন করছি।
শেষে তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়।