admin
প্রকাশ: ২০১৭-১১-২৪ ১৫:৪২:৩৪ || আপডেট: ২০১৭-১১-২৪ ১৫:৪২:৩৪
বীর কন্ঠ ডেস্ক:
সততা, দক্ষতা ও উন্নয়নের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগই নির্বাচিত হবে বলে দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘জনগণ কাজের মূল্যায়ন অবশ্যই করবে।’
শুক্রবার সকাল ১১টায় গাজীপুরের চন্দ্রা ত্রিমোড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চার লেনের চলমান উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচনে কে বিজয়ী হবে তা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, জনগণই নির্ধারণ করবে কে ক্ষমতায় আসবে আর কে সরকার গঠন করবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির এমন কোন কাজ নেই, যে জন্য জনগণ তাদের বিপুল সংখ্যায় ভোট দিতে পারে। বড় দল হিসেবে নির্বাচন হলে বিএনপি আসন পাবে, কত আসন পাবে সেটি আমি জানি না। সেটা আল্লাহ পাক জানেন, জনগণ জানেন।’
মন্ত্রী বলেন, ‘দেশ উন্নয়নের মহাসড়ক ধরে এগিয়েছে যাচ্ছে। রাজনীতিতে সততা, দক্ষতার কোনো বিকল্প নেই। আজকে সৎ রাজনীতি করছেন প্র্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৭৩টি দেশের সৎ রাজনীতিবিদদের মধ্যে আমাদের প্রধানমন্ত্রীর অবস্থান তিন নম্বরে। কাজেই সততা, দক্ষতায় আজ যিনি বিশ্বে স্বীকৃত তার নেতৃত্বে আগামী নির্বাচনে বিএনপিকে পরাজিত করে বিজয়ী হব।’
এ সময় অন্যদের মধ্যে ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ডিকেএন নাহিন রেজা, গাজীপুর হাইওয়ে পুলিশ সুপার শফিকুল ইসলামসহ সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।