admin
প্রকাশ: ২০১৭-১১-২৪ ১৬:২৭:০৭ || আপডেট: ২০১৭-১১-২৪ ১৬:২৭:০৭
মো: এরশাদ আলম, লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের জোড়পুকুরিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বনজ কাটা গাছ ভর্তি একটি ট্রাক জব্দ করেছে।
বৃহস্পতিবার (২৩শে নভেম্বর) দুপুরে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তথা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাহবুব আলম এ অভিযানের নেতৃত্ব দেন।
সন্ধ্যা নাগাদ জব্দকৃত কাটা গাছ ও ট্রাকের মালিকের দাবি নিয়ে কেউ ইউএনও কার্যালয়ে যোগাযোগ করেনি বলে জানা গেছে। উক্ত গাছ ভর্তি ট্রাক উপজেলা পরিষদ এলাকায় হেফাজতে রয়েছে।
এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহবুব আলম প্রতিবেদককে জানান, সরকারি পাহাড় ও জায়গা থেকে গাছ নিধনকারী যে কেউ হোক কাউকে ছাড় দেয়া হবে না। সরকারী জায়গা থেকে গাছ নিধনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত