admin
প্রকাশ: ২০১৭-১১-২৫ ২০:৫৭:৪৪ || আপডেট: ২০১৭-১১-২৫ ২০:৫৭:৪৪
নাজিম উদ্দীন রানা,বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বার বার কাজ করেছে যুবলীগ,স্বাধীনতা পরবর্তী প্রতিটি অান্দোলনের অগ্রনায়ক যুবলীগ, স্বৈরাচার বিরোধী অান্দোলনের পথিকৃৎ শহীদ নুর হোসেন ও যুবলীগের সদস্য ছিলেন। একমাত্র যুবলীগই এদেশের যুব সমাজকে অবক্ষয়ের পথ ছেড়ে বিকশিত হবার পথ দেখায় তাই যুবলীগের সদস্য হওয়া গৌরবের।প্রিয়নেতা বীর বাহাদুরের উন্নয়ন চিত্র প্রতিটি ঘরে ঘরে পৌছে দিয়ে অাগামী সংসদ নির্বাচনে মাননীয় প্রতিমন্ত্রী বাবু বীর বাহাদুরকে ৬ষ্টবারের মত সংসদ সদস্য নির্বাচিত করতে যুবলীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অাহবান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে লামা উপজেলা অাওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও অাজিজনগর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব জসিম উদ্দীন কোং উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্টানে প্রধান বক্তার বক্তব্যে জেলা যুবলীগের অাহবায়ক মোঃ হোসেন বলেন-এদেশের প্রগতিশীল যুব সমাজের সংগঠন যুবলীগ।১৯৭১সালের মহান মুক্তিযুদ্ধের পর এ দেশকে গুণর্গঠনে অাওয়ামীলীগের সাথে জীবনবাজী রেখে প্রতিটি উন্নয়নে সংগ্রাম,প্রতিবাদে,বিদ্রোহে বার বার জ্বলে উঠেছে যুবলীগ।যুবলীগ গণতান্ত্রিক মুক্তিকামিদের সংগঠন।অামাদের মাঝে কিছু মীরজাফর ঘাপটি মেরে অাছে।তাদের চিহ্নিত করে সকল ষড়যন্ত্র রুখে দাড়াতে হবে।ঐক্যবদ্ধভাবে সকল ভূলে প্রিয়নেতা বীর বাহাদুরকে ৬ষ্টবারের মত বিজয়ী করে তুলতে যুবলীগকে নিরলসভাবে কাজ করতে হবে।
সংগঠনের অাজিজনগর ইউনিয়ন শাখার সভাপতি যুবনেতা অাবু বক্কর ছিদ্দীকি বাবুল ডানার সভাপতিত্বে, সাধারন সম্পাদক জাহাঙ্গীর অালম চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন লামা উপজেলা যুবলীগের সহ-সভাপতি, যুবনেতা নাজিম উদ্দীন রানা,বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন অাজিজনগর ইউনিয়ন অাওয়ামীলীগের সভাপতি জনাব মোঃ উল্লাহ অাযম খান,সহ-সভাপতি হাজ্বী জসিম উদ্দীন,সাধারন সম্পাদক কামরুল ইসলাম কানন,সাংগঠনিক সম্পাদক বাবু উথোয়াই মার্মা, দপ্তর সম্পাদক জনাব অাবু অাহামদ,কৃষকলীগ সভাপতি মৃদুল কান্তি দাশ,শ্রমিকলীগের সাধারন সম্পাদক মীর অাহামদ,সাংগঠনিক সম্পাদক বাবু লিটন দাশ,মহিলা অাওয়ামীলীগের সভাপতি মনোয়ারা বেগম,সাধারন সম্পাদক কুলসুমা বেগম,চকরিয়া উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অাব্দুল অালিম,হারবাং ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।
সমাবেশের শুরুতে একটি বিশাল অানন্দ শোভাযাত্রা অাজিজনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।