admin
প্রকাশ: ২০১৭-১১-২৫ ২৩:৪৪:৫০ || আপডেট: ২০১৭-১১-২৫ ২৩:৪৪:৫০
বেলাল আহমদ,(বিশেষ )প্রতিনিধি:
পার্বত্য বান্দরবান অঞ্চলে উন্নয়ন ও শান্তির প্রধান বাধা সন্ত্রাস ও চাদাঁবাজ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখানো পথ ধরে উন্নয়নের মহাসড়কে বান্দরবান তথা ৭টি উপজেলা। আজ পাহাড়ে উন্নয়ন শান্তিচুক্তির ফসল। বিগত দিনে ক্ষমতায় থেকে যারা উন্নয়ন করতে পারেনি তারা আগামীতে ক্ষমতায় এসেও উন্নয়ন করতে পারবেনা। ইতিমধ্যে জনগণ বুঝে গেছে কার দ্বারা উন্নয়ন সম্ভব। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য উন্নয়ন বোর্ড, জেলা পরিষদ সহ সরকারী বিভিন্ন অধিদপ্তর কর্তৃক ধারাবাহিক ও পরিকল্পনা মতে উন্নয়ন কাজ হচ্ছে পার্বত্য এলাকায়। বর্তমানে বান্দরবানে কয়েক হাজার কোটি টাকার উন্নয়ন কাজ চলমান। এছাড়া বান্দরবানে সামগ্রীক উন্নয়নে শিক্ষা খাতকে সবচেয়ে বেশী গুরুত্ব দেয়া হবে। ২৫ নভেম্বর শনিবার বেলা ১১টায় আলীকদম উপজেলার নবগঠিত দূর্গম কুরুপ পাতা ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত কুরুপ পাতা বাজারে নাগরিক গণ সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
কুরুপ পাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপং ম্রো এর সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলীকদম জোন কমান্ডার মোহাম্মদ মাহাবুবুর রহমান পিএসসি, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছিন আরাফাত, আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. ইসমাইল, লামা বিভাগীয় বন কর্মকর্তা কামাল উদ্দিন আহমদ, জেলা পরিষদ সদস্য ক্যসাপ্রু মার্মা, লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, মোস্তফা জামাল, অফিসার ইনচার্জ রফিক উল্লাহ, ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন। এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দ, সর্বস্তরের উপজাতি ও বাঙ্গালী জনসাধারণ, সাংবাদিক, স্কুল কলেজের শিক্ষক ও ছাত্র ছাত্রীরা অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।