admin
প্রকাশ: ২০১৭-১১-২৫ ১৯:১৩:২৮ || আপডেট: ২০১৭-১১-২৫ ১৯:১৩:২৮
বেলাল আহমদ,বিশেষ প্রতিনিধি:
সারা দেশের ন্যায় বান্দরবানের লামায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়াল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার-এ অন্তরর্ভুক্তির মাধ্যমে “বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের” স্বীকৃতি লাভের অসামান্য অর্জনকে স্মরনীয় করে রাখার উদ্দেশ্যে এ আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। লামা উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে এ কর্মসুচিতে শনিবার সকাল ১০টা থেকে ব্যানার, ফেষ্টুন, পতাকা হাতে সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারিগণ দলেদলে উপজেলা সদরে সমবেত হন।
উপজেলা চেয়ারম্যান থোয়াইনুঅং চৌধুরী, সহকারি কমিশনার (ভুমি) মোঃ সায়েদ ইকবাল ও পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম’র নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা পৌর শহর প্রদক্ষিণ শেষে উপজেলা চত্তরে সমাবেশে মিলিত হয়। এখানে ঐতিহাসিক ৭ ই মার্চের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান থোয়াইনুঅং চৌধুরী, সহকারী কমিশনার (ভুমি) মোঃ সায়েদ ইকবাল, পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম, আওয়ামী লীগের সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ মাহাবুবুর রহমান, প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া ও মৎস্য অফিসার রাশেদ পারভেজ।
এ উপলক্ষে ২৫ নভেম্বর চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন। এছাড়া দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে রয়েছে, বিকালে ‘সুরের প্রদীপ’ সংগঠনের শিল্পীদের অংশ গ্রহনে মুক্তিযুদ্ধের গানের আসর। সন্ধ্যায় তথ্য অধিদপ্তর প্রচার করে প্রামাণ্য চলচ্চিত্র ‘ওরা এগার জন’। এদিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ কর্মসুচির মধ্যে ছিল, সুর্যোদয়ের সাথে দলীয় কার্যালয়ে সমাবেশ, আনুষ্ঠানিক জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।