চট্টগ্রাম, , শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

admin

ইশতিয়াক আহমদ জয় ফাউন্ডেশনের উদ্যোগে চকরিয়ায় কুইজ প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

প্রকাশ: ২০১৭-১১-২৬ ২০:২০:৩০ || আপডেট: ২০১৭-১১-২৬ ২০:২০:৩০

 

চকরিয়া অফিস:

ইশতিয়াক আহমদ জয় ফাউন্ডেশনের উদ্যোগে  রোববার সকালে চকরিয়া পৌরশহরের জনতা শপিং টাওয়ার চত্ত্বরে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ‘ইশতিয়াক আহমদ জয় মেধা অন্বেষন কুইজ প্রতিযোগিতা’র পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবু ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া বিশ্ববিদ্যালয়ের কলেজের অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন। 

বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য উম্মে কুলসুম, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফজলুল করিম সাঈদী, সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক, সাংবাদিক এসএম হানিফ, চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত উসমান।

এছাড়া বক্তব্য দেন চকরিয়া কোরক বিদ্যাপীঠ পরিচালনা কমিটির সদস্য শফিউল কাদের, আওয়ামীলীগের নেতা আবু হেনা মোস্তফা কামাল, পৌর আওয়ামীলীগ নেতা নুরুল আবচার, চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক রানা পারভেজ, রিয়াদ, মিনহাজ প্রমুখ।

কুইজ প্রতিযোগিতায় ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ থেকে দশম শ্রেণির তিন হাজার শিক্ষার্থী অংশ নেন। এরমধ্যে ৭০জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। ##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *