admin
প্রকাশ: ২০১৭-১১-২৬ ১৭:২৫:২২ || আপডেট: ২০১৭-১১-২৬ ১৭:২৫:২২
বীর কন্ঠ ডেস্ক:
চট্টগ্রামে একটি গ্যারেজে আগুন লেগে দু’টি সিএনজি পুড়ে গেছে। রোববার সকাল ৮টায় চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার অফিসের সিনিয়র স্টেশন অফিসার রেজাউল কবির জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দু’টি সিএনজি পুড়ে যায়। এতে প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।