admin
প্রকাশ: ২০১৭-১১-২৬ ১৭:৫৭:০৩ || আপডেট: ২০১৭-১১-২৬ ১৭:৫৮:৪৬
মো: এরশাদ আলম, লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা এলাকা থেকে অধিক কাঠ বোঝাই একটি ট্রাক জব্দ করছে ভ্রাম্যমানণ আদালত। এই অভিযোগে মো: নাজিম নামে এক ব্যক্তিকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার তথা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাহবুব আলম এ অভিযান পরিচালনা করেন।
এ বিষয়ে পদুয়া রেঞ্জার কাজী আলাউদ্দিন জানান, ট্রাকের কাঠগুলো উপজেলার ডলু বিটের অকশন হওয়া সামাজিক বনায়নের কাঠ। অন্যদিকে সকালে উপজেলার চরম্বা এলাকা থেকে কাটা গাছ ভর্তি একটি জীপজব্দ করা হয়। চরম্বা থেকে জব্দকৃত কাটা গাছ ভর্তি জীপটি উপজেলা পরিষদ এলাকায় হেফাজতে রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো: মাহবুব আলম জানান, সড়কে অধিক বোঝাই পরিবহন ও সরকারি পাহাড় থেকে গাছ নিধনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। নির্দিষ্ট বোঝাইয়ের অধিক পরিমাণ কাঠ বোঝাই ও পরিবহনের দায়ে এ আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।