admin
প্রকাশ: ২০১৭-১১-২৬ ১৬:০৬:৫৪ || আপডেট: ২০১৭-১১-২৬ ১৬:০৬:৫৪
বীর কন্ঠ ডেস্ক:
চট্টগ্রাম হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এক কয়েদির মৃত্যু হয়েছে। রবিবার (২৬ নভেম্বর) সকালে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
মারা যাওয়া কয়েদির নাম এনামুল হক (৫৫)। তিনি নগরীর বায়েজিদ এলাকার বাসিন্দা এজহার মিয়ার ছেলে। চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে তিনি কারাভোগ করছিলেন।
আলাউদ্দিন তালুকদার বলেন, ‘সকালে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে আনা হয় বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।’
এ ব্যাপারে জানতে চট্টগ্রাম কারাগারের জেলার মো. মুজিবুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। -বাংলা ট্রিবিউন