চট্টগ্রাম, , শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

admin

চকরিয়ায় পুলিশের অভিযানে  দুইটি চোরাই গরু উদ্ধার 

প্রকাশ: ২০১৭-১১-২৭ ২২:২৭:১৭ || আপডেট: ২০১৭-১১-২৭ ২২:২৭:১৭

 

মিজবাউল হক, চকরিয়া অফিস :

চকরিয়ায় পুলিশ অভিযান চালিয়ে দুইটি চোরাই গরু উদ্ধার করেছে। এসময় পুলিশ চুরির ঘটনায় জড়িত গোলনাগার প্রকাশ পুতু (৫০) নামের এক মহিলাকে হাতেনাতে আটক করা হয়েছে। ২৭নভেম্বর বিকাল ৪টার দিকে উপজেলার পূর্ববড় ভেওলা ইউনিয়নের সিকদারপাড়া এলাকা থেকে গরুসহ ওই মহিলাকে আটক করেছে থানা পুলিশ। ধৃত মহিলা পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদার পাড়া এলাকার মো.মনজুর আলমের স্ত্রী।

সুত্রে জানা গেছে, লামা উপজেলার সরই ইউনিয়নের হাসনাপাড়া এলাকার মুহাম্মদ আলী সিকদারের পুত্র মুহাম্মদ আলমগীরের গোয়ালঘর থেকে ২৩ নভেম্বর রাতে বিদেশী জাতের তিনটি গরু চুরি হয়। গরু চুরি হওয়ার পরদিন মুহাম্মদ আলমগীর বাদী হয়ে অজ্ঞাতনামা দেখিয়ে লামা থানা অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী সোমবার বিকালে চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদারপাড়া গ্রামে এসে চুরি হওয়া তিনটি গরুর মধ্যে দুটির সন্ধান পান। পরে চকরিয়া থানা পুলিশকে খবর দেয় ভুক্তভোগী গরুর মালিক। এসআই আবদুল খালেক ও এসআই অপু বড়ুয়ার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে অভিযান চালিয়ে চোরাইকৃত দুটি গরুসহ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক মহিলা ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

এব্যাপারে চকরিয়া থানার ওসি মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, পুলিশ অভিযান চালিয়ে চোরাইকৃত দুটি গরুসহ এক মহিলাকে গ্রেফতার করা হয়।এ ঘটনায় মালিক থানায় এখনো লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ভাবে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *