admin
প্রকাশ: ২০১৭-১১-২৭ ১৮:৫১:৪১ || আপডেট: ২০১৭-১১-২৭ ১৮:৫১:৪১
বীর কন্ঠ ডেস্ক:
চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন নগরীর শাহ আমানত সেতু এলাকা থেকে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের হোতা মো.ফয়সাল (২৩ কে গ্রেফতার করেছে পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে দু’টি মোটর সাইকেল উদ্ধার করা হয়। রবিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ফয়সালকে সাতকানিয়ার পুরানঘর এলাকার আব্দুর রহমানের ছেলে ।
বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ওসি প্রনব চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয় ফয়সালকে।গ্রেফতারের পর ফয়সালের দেওয়া তথ্যের ভিত্তিতে বোয়ালখালী উপজেলার শাকপুরা এলাকায় জনৈক টিটুর বাড়িতে অভিযান চালিয়ে দুটি মোটরসাইকেল উদ্ধারের কথা জানিয়েছেন
ওসি বলেন, ফয়সালের নেতৃত্বে একটা চোর সিন্ডিকেট আছে। এর মধ্যে আমরা কয়েকজনের নাম পেয়েছি। এই সিন্ডিকেটের সদস্যরা এতই কৌশলী যে, তারা মাত্র দুই মিনিটে মোটরসাইকেল চুরি করে নিয়ে যেতে পারে। আবার চোরাই মোটরসাইকেল ক্রেতাদেরও একটা সিন্ডিকেট আছে। -পাঠক নিউজ