admin
প্রকাশ: ২০১৭-১১-২৭ ১৪:৪৮:০৭ || আপডেট: ২০১৭-১১-২৭ ১৪:৪৮:০৭
বীর কন্ঠ ডেস্ক:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১। সোমবার সকালে র্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে উপজেলার আলাইয়াপুর থেকে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় ওই দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৩ হাজার ৭০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩ লাখ ২৩ হাজার টাকা জব্দ করা হয়।
আটকরা হলেন- আলাইয়াপুর ইউনিয়নের মৃত মোবারক আলীর ছেলে লোকমান (৫১) ও একই ইউনিয়নের মৃত নুরনবীর ছেলে টিটু (৩০)। তারা দীর্ঘদিন ধরে আলাইয়াপুর ও আশপাশের এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন।
তাদের দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।